শেষ ষোলোতে দেখা হতে পারে ব্রাজিল-পর্তুগালের
বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের একটা বড় অংশ পর্তুগালকে সমর্থন করে। ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তের সংখ্যা কম নেই এ দেশে। দলের বেলায় ব্রাজিল, ব্যক্তিগত পছন্দের বেলায় রোনালদো। এই ক্যাটাগরির যারা, তারা পড়তে পারেন বিপদে। শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ব্রাজিল ও পর্তুগালের!
বিশ্বকাপে ব্রাজিল আছে জি গ্রুপে। এখন পর্যন্ত গ্রুপের শীর্ষস্থান সেলেসাওদের দখলে। আজ রাতে ক্যামেরুনের বিপক্ষে শেষ ম্যাচে বাজি ব্রাজিলের পক্ষেই। অপরদিকে রোনালদোর পর্তুগাল আছে এইচ গ্রুপে। নক আউটের প্রথম ধাপে জি গ্রুপের সেরা দল খেলবে এইচ গ্রুপের রানার্সআপের সঙ্গে।
এইচ গ্রুপে এখন দ্বিতীয় অবস্থানে আছে ঘানা। আপাতত দুইয়ে থাকলেও আজ রাতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ আছে আফ্রিকান দলটির। সেখানে মীমাংসা হবে বিষয়টির। যদি উরুগুয়ে জিতে, তাহলে বাদ পড়বে ঘানা। অন্যদিকে পর্তুগাল পরের পর্ব নিশ্চিত করলেও প্রতিপক্ষ এখনও অনিশ্চিত।
এইচ গ্রুপ থেকে সেরা হওয়ার লড়াইয়ে আজ রোনালদোদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষে জানা যাবে পর্তুগাল সেরা হয় না দ্বিতীয়! তবে ব্রাজিল ও রোনালদোর ভক্তরা মনেপ্রাণে চাইছে এই যুদ্ধটা এড়িয়ে যেতে।