শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানইউকে জেতালেন রোনালদো
ওল্ড ট্র্যাফোর্ডে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের সাক্ষী হলো ফুটবলভক্তেরা। ড্রয়ের শঙ্কায় পড়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ মুহূর্তে উদ্ধার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল উলে গুনার সুলশারের দলটি।
গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিয়ারিয়ালকে বিরতির পর এগিয়ে নেন পাকো আলকাসের। সেখান থেকে সমতায় ফেরান অ্যালেক্স তেলেস। তবে, শেষ দিকে ড্রয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল ম্যানইউ। শেষ পর্যন্ত অঘটন হয়নি, শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।
ম্যাচটিতে বল দখলে একটু এগিয়ে থাকা ইউনাইটেড ম্যাচে মোট ১৪টি শট নেয়, যার সাতটি ছিল অন টার্গেট শট। অন্যদিকে, ভিয়ারিয়ালের ১৫ শটের সাতটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো।
ম্যাচের লড়াই মূলত জমে ওঠে বিরতির পর। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বাঁ থেকে ডানজুমার গোলমুখে বাড়ানো ক্রসে জালে পাঠান আলকাসের। সাত মিনিট পরই দুর্দান্ত এক গোলে সমতা টানেন তেলেস।
এরপর গোল পেতে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। ড্রয়ের দিতে যেতে থাকা ম্যাচটিতে প্রাণ ফেরান রোনালদো। শেষ দিকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোলটি করেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। সঙ্গে সঙ্গে উল্লাসে ভাসে ওল্ড ট্র্যাফোর্ড।
দিনের প্রথম ম্যাচে ইয়াং বয়েজকে ১-০ গোলে হারানো আতালান্তা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। ইয়াং বয়েজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ৩ করে। চার নম্বরে ভিয়ারিয়ালের পয়েন্ট ১।