শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু
ভাগ্যটা সহায় হচ্ছে না আইপিএলের চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস এর। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১০ রানের পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ রানে হেরেছে আইপিএলের ২০০৮ আসরের চ্যাম্পিয়নরা। আর টানা দুই ম্যাচে এমন কাছে গিয়ে হেরে যাওয়াতে হতাশ অধিনায়ক সানজু স্যামসন।
আজ রোববার (২৩ এপ্রিল) ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানে থামে রাজস্থানের ইনিংস। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ এ আছে কোহলির দল।
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় আরসিবি। গোল্ডেন ডাক মেরে আউট হন এই ব্যাটার। তার বিদায়ের চাপ সামাল দেওয়ার আগেই দলীয় ১২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বেঙ্গালুরু। এবার ব্যাটার ছিলেন শাহবাজ খান। শুরুতেই এই দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু।
তবে সেই চাপ বেশ ভালোভাবেই সামাল দেন দুই ব্যাটার ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৬২ রান তুলে ফেলেন এই দুই ব্যাটার। তখনই মনে হচ্ছিল বড় স্কোরের দেখা পাচ্ছে বেঙ্গালুরু। হয়েছেও তাই। ম্যাক্সওয়েল-ডু প্লেসি জুটিতে ভর করে ১৩ ওভারেই ১৩৫ রান তুলে ফেলে আরসিবি।
যদিও দলীয় ১৩৯ রানে বিদায় নেন ডু প্লেসি। ৩৯ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন ডু প্লেসি। তার বিদায়ের পর ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি আরেক ব্যাটার ম্যাক্সওয়েল। দলীয় ১৫৬ রানে আউট হন এই অসি তারকা ব্যাটার। আউটের আগে খেলেন ৪৪ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্কোরবোর্ডে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আরসিবি। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা।
জবাবে বেঙ্গালুরুর মতো শুরুতে উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় রাজস্থান। দলীয় ১ রানের মাথায় বিদায় নেন বাটলার। তার বিদায়ে সাময়িক চাপে পড়লেও, সেই চাপ বেশ ভালোভাবেই সামাল দেন রাজস্থানের দুই ব্যাটার যশস্বী জশওয়াল ও দেবদুত পাডিকাল। এই দুইজনের ৯৮ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে রাজস্থান। যদিও দলীয় ৯৯ রানে আউট হন পাডিকাল। ৩৪ বলে ৫২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। পাডিকালের বিদায়ের পর দ্রুতই আরেক উইকেট হারায় রাজস্থান। এবার ব্যাটার ছিলেন জশওয়াল। ৩৭ বলে ৪৭ রান করে আউট হন বাঁহাতি এই ব্যাটার।
সেট দুই ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় রাজস্থান। তবে শেষ দিকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেনও, মিডল অর্ডার ব্যাটাররা ঝলক দেখাতে না পারায় আর জেতা হয়নি রাজস্থানের। শেষদিকে বোলারদের নৈপুন্যে জয় তুলে নেয় আরসিবি। তবে দুই সেট ব্যাটাকে অল্প রানে হারানোই যে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাই স্মরণ করালেন স্যামসন। আরসিবির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল।