শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১২-০ গেলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের দলের মেয়েরা। এই জয়ের সুবাদে ফাইনালে খেলা নিশ্চিত করে তারা।
আজ রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপার হ্যাটট্রিকের এই বড় জয় পায় বাংলাদেশ। জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুটি গোল করেন আঁখি খাতুন ও উন্নতি খাতুন।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে উঠে বাংলাদেশ। সমান ম্যাচে ভারত ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে খেলা নিশ্চিত করে। আর নেপাল ৭, ভুটান ৩ ও শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
আগামী ২২ ডিসেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
দিনের আরেক ম্যাচে ভারত ১-০ গোলে হারায় নেপালকে। অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৬৭ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন প্রিয়াঙ্কা।
এর আগে শ্রীলঙ্কারর বিপক্ষে ৫-০ ও ভুটানের বিপক্ষে ৩-০ গোলে জিতে ছিল ভারত, আর বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে ছিল তারা।