শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হতে পারে
অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের মধ্যে ভুগছে শ্রীলঙ্কা। তাই দেশটির ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এশিয়া কাপ তাদের দেশ থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আইপিএল ফাইনালের ফাঁকে বৈঠকে এসিসি সভাপতি জয় শাহের কাছে অনুরোধ করবে।
এসএলসির সভাপতি শাম্মি সিলভাসহ কয়েকজন সদস্য এখন আহমেদাবাদে রয়েছেন। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা।
ক্রিকবাজকে শ্রীলঙ্কা ক্রিকেটের একাধিক সদস্য বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এসিসির এক সদস্য ক্রিকবাজকে বলেন, ‘আমাদের যাচাই-বছাই করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’
অবশ্য জয় শাহ এর আগে ক্রিকবাজকে বলেছিলেন, এসএলসির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। বিসিসিআই সচিব বর্তমানে আইপিএল ফাইনালের আয়োজন নিয়ে ব্যস্ত। তবে ধারণা করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়।
সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ সম্ভাব্য বিকল্প হতে পারে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
এসএলসি অবশ্য অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল বা সরানোর কথা ভাবছে না। অস্ট্রেলিয়া কয়েকদিনের মধ্যেই দেশটিতে সফরে যাওয়ার কথা।
এদিকে শ্রীলঙ্কান মিডিয়ায় খবর, আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে সংকটে থাকা লঙ্কান বোর্ডকে সহায়তা করার জন্য এশিয়া কাপের আগে কয়েকটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে সম্মত হয়েছে। এসএলসি সেক্রেটারি মোহন ডি সিলভা বলেছেন, কিছুই চূড়ান্ত হয়নি। এখনও আলোচনা চলছে।