শ্রীলঙ্কা সিরিজে থাকছে না বায়ো-বাবল
দুয়ারে কড়া নাড়ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আগামী দুদিনের মধ্যেই মাঠের ব্যস্ততায় ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দুদলের লড়াই শুরু হবে আগামী ১৫ মে থেকে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ চলাকালীন থাকছে না কোনো বায়ো-বাবল।
কোভিড আসার পর থেকে এই প্রথম বায়ো-বাবলহীন সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনটিভি অনলাইনকে ব্যাপারটি জানিয়েছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।
অবশ্য বায়ো-বাবল না থাকলেও ক্রিকেটারদের মানতে হবে কিছু বিধিনিষেধ। যেমন—সিরিজ চলাকালীন এড়িয়ে চলতে হবে জনসমাগম। রেস্তোরাঁয় খেতে গেলেও পরে যেতে হবে মাস্ক।
এ ছাড়া সাত দিন পরপর করোনা টেস্ট করা হবে। কারো করোনার উপসর্গ দেখা গেলেও করানো হবে পরীক্ষা। এ ব্যাপারে মনজুর হোসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় থেকে আমরা যেভাবে খেলেছি সেটাই আসলে মানা হবে। গত সিরিজগুলোর মতো বায়ো-বাবল হবে না। শ্রীলঙ্কা আসার পর ৮ তারিখ তাদের করোনা টেস্ট করে ফেলব। আর বাংলাদেশের ক্রিকেটারদের ৯ তারিখ করোনা টেস্ট করে ফেলব। এরপর সাতদিন পরপর টেস্টের ব্যবস্থা রাখছি। আর কারো উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করানো হবে।’
এরপর বিসিবির এই চিকিৎসক বলেছেন, ‘বায়ো-বাবল সেভাবে না থাকলেও আমাদের নির্দেশনা থাকবে ক্রিকেটাররা যেন জনসমাগম এড়িয়ে চলেন। বাইরে কোথাও খেতে গেলে যেন মাস্ক পরে যান।’
টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫ মে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আর, দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৩ মে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এ ছাড়া সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুটি করে জয় ও পরাজয় নিয়ে শ্রীলঙ্কার পয়েন্ট হয়েছে ২৪। আর ছয় ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটিতে,বাকি পাঁচ ম্যাচে হার। তালিকায় বাংলাদেশ আছে আট নম্বরে।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।