সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন তুষার
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান। আজ রোববার বিকেএসপিতে জাতীয় লিগের খেলা চলাকালীন ক্রিকেট থেকে অবসরে গেলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বিদায়ী দিনে সতীর্থদের ভালবাসায় সিক্ত তুষার ইমরান। যশোরের স্কুল ক্রিকেট থেকে দেশের ক্রিকেটে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন ছিল যার তিনি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তবে ক্রিকেটে লম্বা সময় পথচলায় তাঁর আক্ষেপও যে কম নয় সেটার চিত্র বলে দেয় আন্তর্জাতিক ক্যারিয়ার।
দেশের বাইরে গিয়ে ভারতের মাটিতে ডাবল শতক হাঁকানোর কীর্তি গড়েছিলেন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ডটাও তাঁর। পেয়েছেন হ্যাটট্রিক সেঞ্চুরির দেখা। এ ছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ক্রিকেটারও তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে ৪২.৭৫ গড়ে ১১৯৭২ রান করেছেন তুষার। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তাঁর সংগ্রহ ৪৪৩৯ রান।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে তুষার ইমরানের হতাশা থেকেই যাবে। কারণ লম্বা পরিসরের ক্রিকেটে যার ব্যাটিং এতটা মানানসই সেই তুষার টেস্ট খেলেছেন মাত্র পাঁচটি, করেছেন মাত্র ৮৯ রান। ওয়ানডে ক্যারিয়ারও সমৃদ্ধ নয়। দেশের হয়ে ৪১ ওয়ানডেতে করেছেন ৫৭৪ রান।
২০০১ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে শুরু করা তুষার ওই বছরই সুযোগ পান বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে ওয়ানডে খেলার। পরের বছর হয় টেস্ট অভিষেক। কিন্তু কোনো ফরম্যাটেই জাতীয় দলে থিতু হতে পারেননি। ২০০৭ সাল থেকে জাতীয় দলের বাইরে তুষার। ১৪ বছর আগে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ছিল তাঁর বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। এবার ঘরোয়া ক্রিকেটসহ পুরো ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তুষার ইমরান।