সমালোচনার মাঝেই লিটনকে নিয়ে ভাইয়ের আবেগঘন বার্তা
আইপিএলে অভিষেকের আগে লিটনকে দলে নেওয়া হচ্ছে না দেখে দুদিন আগেও অপেক্ষার প্রহর গুনছিলেন ভক্ত-সমর্থকরা। এক ম্যাচের ব্যবধানেই লিটনকে খলনায়কের আসনে বসাতে শুরু করেছেন অনেকে। ভারতীয় সমর্থকরা তো লিটনকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন। আর ছোট ভাইকে নিয়ে এমন সমালোচনার কারণে ব্যথিত বড় ভাই বাপ্পি দাস।
আজ শুক্রবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বাপ্পি দাস লেখেন, ‘মানুষ মাত্র-ই ভুল হয়। একটু থামুন, একটু ধৈর্য ধরুন, এত তাড়াতাড়ি কেন গলে পড়ছেন আপনারা। যারা গতকালকের কলকাতার ম্যাচ নিয়ে এলোমেলোভাবে কথা বলছেন তারা তাদের জীবনে নতুন করে কোন মঞ্চে গিয়ে কতটুকু সফল হয়েছিলেন?’
বাপ্পি দাস আরও যোগ করেন, ‘দু'চারটা আজেবাজে কথা লিখে দেওয়া খুব সহজ। কয়েক ঘণ্টার ব্যবধানে আপনারা মানুষকে মাথায় তোলেন আবার সেকেন্ডের ব্যবধানে ধুলোতে মিশিয়ে দেন। প্রকৃত বন্ধু তারাই যারা এখনও গতকালকের ব্যর্থ মানুষটার পিছনে অটুট দাঁড়িয়ে আছেন। আজ হয়নি, কাল ভালো কিছু হবে আর এটা হতেই হবে।’
আইপিএলে প্রথম তিন ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকার পর শেষমেষ গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে যান লিটন। অভিষেকেই বাজিমাত করবেন লিটন, সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। ব্যাট হাতে ৪ বলে ৪ রান করে আউট হন লিটন। সুযোগ ছিল উইকেটের পেছনে দারুণ কিছু করে নজর কাড়ার। সেখানেও ব্যর্থ লিটন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আউটের দুটি সুযোগ নষ্ট করেন তিনি।
১২৭ রানে ছোট্ট সংগ্রহেও দিল্লিকে বেশ পরীক্ষা দিতে হয়েছে। একটা সময় হাত থেকে ফসকে যাওয়া ম্যাচে বোলারদের কল্যাণে নিয়ন্ত্রণ নেয় কলকাতা। তবে তখন লিটন দুটি সুযোগ হাতছাড়া করেন। যা মেনে নিতে পারছেন না কলকাতার সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিটনকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সমর্থকরা।
অভিষেকে এমন পারফরম্যান্স লিটনের ওপর কতটা প্রভাব ফেলে তা তো সময়ই বলে দেবে। তবে পরবর্তী ম্যাচে একাদশে জায়গা হবে তো লিটনের, এটাই এখন বড় প্রশ্ন।