সাকিবকে নিতে বিকেএসপিতে হেলিকপ্টার
সাকিব আল হাসান মানেই যেন ব্যস্ততা। গতকাল শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে রাতের ফ্লাইটে ফেরেন ঢাকায়। পরদিন ডিপিএল খেলতে চলে যান বিকেএসপিতে। মোহামেডানের জার্সিতে ম্যাচ খেলে বিকেলে আবার হেলিকপ্টার যোগে ফিরলেন ঢাকায়।
সাকিব এমনই, কীভাবে এতকিছু সামলান; এই প্রশ্নের উত্তর হয়তো সাকিবই দিতে পারবেন। মাঠে খেলার পাশাপাশি বাণিজ্যিক বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় ব্যস্ত থাকেন সাকিব। শুধু তাই নয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকতে দেখা যায় সাকিবকে।
ঢাকা প্রিমিয়ার লিগের গেল আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েও খেলা হয়নি সাকিব আল হাসানের। এ বছরও বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে মোহামেডান। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তাঁকে ম্যাচে পাওয়া বড় কঠিন মোহামেডানের। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কিছুটা সুযোগ পাওয়াতে মোহামেডানের জার্সিতে পাওয়া গেল সাকিবকে।
আজ শনিবার (১ এপ্রিল) মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগে খেলতে নামে সাকিব। কিন্তু ঐতিহ্যবাহী এই ক্লাবের জার্সিতে মাঠে নেমে খুব একটা জ্বলে উঠতে পারলেন না সাকিব। শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে ৮ বলে ৫ রান করে থেমেছেন মোহামেডান তারকা। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতীয় অফস্পিনার পারভেজ রসুলের অফস্পিনে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব। বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ১০ ওভার বল করে ৩১ রান খরচ করেও উইকেটশূন্য থাকতে হয় সাকিবকে।
আর এই হেলিকপ্টারে চড়ার মূল কারণ হলো সময় বাঁচানো। কেননা এদিন সন্ধ্যায় সাকিবের একটি বাণিজ্যিক অনুষ্ঠান রয়েছে। আর সেই অনুষ্ঠানে সঠিক সময়ে যোগ দিতেই সাকিবের এত ব্যস্ততা। জানা গেছে একটি মোটর বাইক কোম্পানির ব্যান্ড এম্বাসেডর সাকিব, আর সেটির জন্যই সাকিবের এতো তাড়াহুড়া।