সাকিবকে নিয়ে আশাবাদী, বিবেচনায় মুস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ একটি হাফসেঞ্চুরি করার পর বল হাতে নেমেই দুঃসংবাদ দিয়েছিলেন সাকিব আল হাসান। চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল বিশ্ব সেরা অলরাউন্ডারকে। শেষ পর্যন্ত চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। গত শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি। তবে এখনো শতভাগ ফিট নন এই বাঁ-হাতি অলরাউন্ডার। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য আশাবাদী টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেন।
আজ সোমবার রাসেল ডমিঙ্গো বলেন, ‘সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে।’
বাংলাদেশ কোচ আরো বলেন, ‘শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট পেয়েছিল সাকিব। এখনো শতভাগ ফিট নয়, তবে একদিন সময় আছে। আমরা আত্মবিশ্বাসী সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’
আর মুস্তাফিজ সম্পর্কে রাসেল ডমিঙ্গো বলেন, ‘সে অভিজ্ঞ ও দারুণ একজন পারফর্মার। বাঁ-হাতি পেসার যেহেতু, বৈচিত্র্যও যোগ করে দলে। খুবই ভালো অনুশীলন করেছে সে। দারুণ ফিট এখন। স্কিলে উন্নতি হয়েছে। ভবিষ্যতের জন্যও আমাদের টেস্ট দলের অংশ হিসেবে তাকে দেখছি নিশ্চিতভাবেই।’