সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে থাকার আশ্বাস পাপনের
আজ শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। একই দিনে আজ সাকিব আল হাসানের জন্মদিন। জন্মদিনে মহৎ একটি উদ্যোগের বাস্তবায়ন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আজ বিকেলে রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুতে উদ্বোধন করলেন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’র। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লোগো উন্মোচন করার মধ্য দিয়ে উদ্বোধন করেন এই ফাউন্ডেশনের।
বাংলাদেশে ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল। মানুষও পর্যাপ্ত সচেতন নয়। সেখানে সাকিবের এই উদ্যোগকে সাধুবাদ জানান পাপন।
বিসিবিপ্রধান বলেন, ‘আশাকরি, সাকিবের ফাউন্ডেশন মানুষকে সচেতন করতে পারবে। যেখানে সাকিবের নাম জড়িয়ে আছে, সেখানে মানুষের মনোযোগ কাড়তে পারবে সহজে। এতে করে সচেতনতা বাড়বে।’
এ ছাড়া সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে সব সময় থাকার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, সাকিবের এই উদ্যোগটা খুবই মহৎ। সব সময় আমার সমর্থন থাকবে। আমি যেহেতু বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি, আমার জায়গা থেকে আরও ভালোভাবে মানুষকে সাহায্য করতে পারব। শুধু সাকিব না, এই ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার পূর্ণ সহযোগিতা থাকবে।’