সাকিবের জোড়া আঘাতে বাংলাদেশের স্বস্তি
সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে হারিয়েছে অতিথিরা। মুস্তাফিজুর রহমানের বলে বাংলাদেশ অধিনায়ক তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রহমতউল্লাহ। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারিয়েছে সফরকারীরা।
সে ধাক্কা সামলে অবশ্য দ্বিতীয় জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে আফগানিস্তান। কিন্তু আফগানদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না শরিফুল। ইব্রাহিমকে ফিরিয়ে আফগানদের দ্বিতীয় জুটি ভাঙেন তরুণ এই পেসার। ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে অতিথিরা। দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই আরো দুই উইকেট নিয়ে আফগানদের বিপদে ফেলে দিলেন তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ।
চার উইকেট হারানোর পর মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে আফগানিস্তান। এ জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটছিল তারা। তবে, জমে ওঠা এ জুটি ভেঙে শেষ পর্যন্ত বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরালেন তাসকিন। থিতু হয়ে যাওয়া নবিকে (২০ রান) ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এ পেসার। শেষ দিকে জোড়া আঘাত হেনেছেন সাকিব আল হাসান।
লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে এ ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এবার একই মাঠে ওয়ানডে অভিষেক হয়ে গেল চট্টগ্রামের এ ক্রিকেটারের।
বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।
বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তান সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগারেরা।
আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র্যাঙ্কিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে, ৩ রেটিং পয়েন্ট হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।