সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল পাপনের?
সিরিজ নিশ্চিত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান একাদশে ছিলেন না। গতকাল শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসেও খেলা দেখতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে। সেই সময় সাকিব ও বিসিবিপ্রধানের মধ্যে আলাপ করতে দেখা যায়। প্রেসিডেন্ট বক্সে পাপনের সঙ্গে কী কথা হয়েছিল সাকিবের?
গতকাল ম্যাচ শেষে এই প্রশ্নের জবাবে নাজমুল হাসান জানান, মূলত ওই সময় সাকিবের সঙ্গে বিশ্বকাপ পরিকল্পনা নিয়েই কথা হয়েছে।
এই সম্পর্কে নাজমুল হাসান বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপের জন্য আমাদের যে পরিকল্পনা তা ঠিক করতে পারিনি। দেড় বছর আমাদের যে পরিকল্পনা মাথায় ছিল, সেটার বাস্তবায়ন করতে পারিনি। অনেক দেশ হয়তো পেরেছে। প্রথম এক বছর তো গেছে করোনা মহামারি নিয়ে, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলব না প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি কিছুটা ভালোই বলা যায়। এসব নিয়ে কথা হয়েছে সাকিবের সঙ্গে।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘সাকিব আমাকে বলছে, আমাদের ভালো সুযোগ আছে এবার (বিশ্বকাপে)। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের ওপর আস্থা রাখা যায়। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’