সাকিব খেলবেন, আশা মুমিনুলের
টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সাকিব আল হাসানকে এখনো স্কোয়াডে পাননি মুমিনুল হক। নিষেধাজ্ঞা থেকে ফেরায় এবার স্কোয়াডে পেয়েছেন তাঁকে। কিন্তু মূল একাদশে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোট থেকে ফেরা সাকিব এখনো শতভাগ ফিট নন। তবুও এক বছর পর টেস্টে ফেরার ম্যাচে সাকিব খেলবেন বলেই আশা করছেন অধিনায়ক মুমিনুল হক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোট পান সাকিব। এরপর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। কিন্তু টেস্টে সাকিবকে দেখা যাবে কি না, সেটার উত্তর মিলবে কাল।
আগামীকাল বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবকে পাওয়া নিয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় উনি একের ভেতর দুই। উনি থাকলে টিম কম্বিনেশন ভালো হয়। ব্যাটিং বলুন, বোলিং বলুন, তিনি থাকলে দল সাজানো অধিনায়কের জন্য সহজ হয়। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। আমি তো আশা করি, তিনি খেলবেন।’
ঘরের মাঠে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে খেলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটিই ছিল শেষ আন্তর্জাতিক টেস্ট। এরপর করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে, গত মাসে ক্যারিবীয়দের বিপক্ষেই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তামিম-সাকিবরা। এবার টেস্ট ক্রিকেটও ফিরছে বাংলাদেশ।
অনেকদিন পর এই ফেরাকে নতুনভাবে শুরু করার উপলক্ষ হিসেবে মানছেন মুমিনুল, ‘এক বছর পর ক্রিকেটে ফেরা, এটা সত্যি চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয়, এত দিন পর যেহেতু ফিরছি নতুন করে আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।’