‘সাকিব চাইলে বিপিএলের সিইও হতে পারেন’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়ানোর আগ মুহূর্তে বোমা ফাটান সাকিব আল হাসান। বিপিএলের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে জানান, তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হলে দুই মাসেই সব ঠিক করে ফেলতেন।
সাকিবের ওই মন্তব্য বেশ ভালোভাবেই সাড়া ফেলে। শুরু হয় নানা আলোচনা। আজ শুক্রবার টুর্নামেন্ট মাঠে গড়ানোর দিনও ঘুরে ফিরে আসে সেই প্রসঙ্গ। বিপিএলের আয়োজক কমিটি সাকিবের কথায় সায় দিয়ে তাঁকে বিপিএলের সিইও পদে স্বাগত জানিয়েছে।
আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমি সাকিবকে স্বাগত জানাই। সে যদি বিপিএলের সিইও হিসেবে আসতে চায় তাহলে তাকে স্বাগতম। সাকিব যদি সামনের বছর থেকে আসতে চায় তাহলে সেটা নিশ্চিত করুক। পরবর্তী বছর সে সিইও হিসেবে আসুক। এসে বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক। এখন সে খেলছে, খেলা ছেড়ে তো আসতে পারবে না। তাই পরবর্তী বছর চলে আসুক।’
এর আগে গত বুধবার বিপিএলের অব্যবস্থাপনা ও নিম্নমান নিয়ে সমালোচনা করে সাকিব বলেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’
সাকিব আরও দাবি করেন যে, তিনি দায়িত্ব পেলে এক থেকে দুই মাসে বিপিএলের মান বদল করে দিতে পারতেন।
তার ওই বক্তব্যের সঙ্গে একাত্মতা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তরা তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে, বোর্ড ও বিপিএল বিষয়টি যে ইতিবাচকভাবে নেয়নি সেটা তাদের প্রতিক্রিয়াতে পরিষ্কার।