সাকিব ছাড়াই আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ, আশা আকরাম খানের
আয়ারল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষে আপাতত বিশ্রামে মিরাজ শান্তরা। এই বিশ্রাম শেষ হবে জুনে। এই মাসেই ঘরের মাঠে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে শঙ্কা। সাকিব না থাকলেও আফগানদের হারাবে বাংলাদেশ, এমনটাই আশা বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানের।
আজ রোববার (২১ মে) মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গে আকরাম বলেন, ‘সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু, চোট থাকবেই। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। আমাদের পেস বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে।’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, ও থাকলে (সাকিব) অবশ্যই শক্তি বাড়ত। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে সব বিভাগে যদি ভালো করতে পারি, তাহলে আমরা জিতব। আফগানিস্তান সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, মুজিব আছে। ওদেরকে বুঝা কষ্টকর। আমাদেরকে কিন্তু, সেন্সিবল ক্রিকেট খেলতে হবে।’
চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতে আঙুলে চোট পান সাকিব। এতে করে খেলা হয়নি সিরিজের তৃতীয় ওয়ানডেতে। চোট থেকে সেরে উঠতে বিশ্বসেরা অলরাউন্ডারের অন্তত ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে। এখন পুর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে দুই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাকিবকে।