সাকিব দুর্দান্ত, সাকিব বিস্ময়কর, বললেন তামিম
সিরিজ শুরুর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়। ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে যত কথা হয় এরচেয়ে বেশি চর্চা হয় দুই তারকার সম্পর্ক নিয়ে। অথচ সিরিজ গড়াতেই দুই তারকা মিললেন এক বিন্দুতে। সম্পর্কেও হলো উন্নতি। আর সিরিজের শেষ ম্যাচে তো অধিনায়ক তামিম ইকবালকে জয়ের স্বাদ উপহার দিলেন সাকিব। তাই শেষ ওয়ানডে শেষে সাকিবকে নিয়ে মুগ্ধতার কথা জানাতে ভুল করলেন না তামিম।
নিজেদের মাঠে গতকাল সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ রানের বড় ব্যবধানে।
এই জয়ের ম্যাচের মূল নায়ক সাকিব আল হাসান। । সাকিব ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বিশ্বসেরার হাতে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তাইতো চলল সাকিব বন্দনা। অধিনায়ক তামিম বলেন, ‘আমি মনে করি, সাকিব মানসিকভাবে খুব শক্ত। বেশিরভাগ সময় দেখবেন, যখন সে চাপে থাকে, এরকম পারফরম্যান্স করে। অতীতেও সে এমন করেছে। সে মানসিকভাবে যেমন শক্ত, তেমনি তার স্কিলসেটও দারুণ। খুব বেশি ক্রিকেটার এমনটা পারে না, যে ১০ ওভার বোলিং করে এবং তার মতো ব্যাটিং করে। আমি মনে করি, সে দুটিই দারুণভাবে কাজে লাগায়।’
তামিম আরও বলেন, ‘আমার মনে হয় যে, আজ তার পারফরম্যান্স অসাধারণ। পুরো ক্যারিয়ারে অসাধারণ করেছে। আমি সবসময় বলি, সাকিবের মতো ক্রিকেটার যে কোনো দলের জন্যই আশীর্বাদ। আসলে সাকিব আজ বিস্ময়কর ছিল; সে যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে শেষদিকের ব্যাটসম্যানদের নিয়ে। তখন ওই ২০-২৫ রান খুব গুরুত্বপূর্ণ ছিল। পরে সত্যি বলতে উইকেটে তেমন স্পিন ছিল না। কিন্তু, সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল।