সাকিব নয়, আইসিসির অক্টোবরের সেরা আসিফ
গত জুলাই মাসেই আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। এবারও মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশি তারকা। তবে সেরা হতে পারেননি। সাকিব ও ডেভিড উইজাকে পেছনে ফেলে আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী।
আজ মঙ্গলবার অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই প্রথম আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আসিফ। প্রথমবার জায়গা পেয়েই সেরা হলেন এই পাকিস্তানি তারকা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় পার করছেন আসিফ। দলের দুটি জয়ে ভূমিকা রেখেছেন তিনি। গত মাসে পাকিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেই এই স্বীকৃতি পেলেন আসিফ।
অন্যদিকে মেয়েদের ক্রিকেটে অক্টোবর মাসের সেরা হয়েছেন আইরিশ অলরাউন্ডার লরা ডেলানি। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আরেক আইরিশ তারকা গ্যাবি লুইস ও জিম্বাবুয়ের অলরাউন্ডার ম্যারি-অ্যান মুসোন্দা। কিন্তু দুজনকে পেছনে ফেলে সেরা হলেন ডেলানি।
চলতি বছর থেকেই আইসিসি মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসেরসেরা ক্রিকেটার। সেরা ক্রিকেটার নির্বাচন করতে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ আর সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।