সাকিব ব্যর্থ, জিততে পারেনি দলও
টানা দুই ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ের নায়ক হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। দুটিতেই অলরাউন্ড পারফরম্যান্সেকে দলকে জিতিয়েছেন। কিন্তু কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি। তাতে হেরেছে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার দিবাগত রাতে বারবাডোজ রয়্যালসের কাছে ৮৭ রানে হেরে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে রাকিম কর্নওয়ালের উইকেটটি নিতে পারেন সাকিব। ব্যাটিংয়ে নেমে কোনো কিছু করতে পারেননি। বাংলাদেশের অলরাউন্ডার ব্যাট হাতে করেন মোটে ১ রান।
অথচ শেষ দেখাতেই একই দলের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন সাকিব। কিন্তু কোয়ালিফায়ারে পারেননি কিছু করতে। তাতে ৮৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বারবাডোজ রয়্যালস।
কর্নওয়াল ও আজম খানের বিধ্বংসী দুটি ইনিংসে তারা করে ১৯৫ রান। ৫৪ বলে ১১ ছক্কা ও ২ চারে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংস খেলেন কর্নওয়াল। জবাব দিতে নেমে মাত্র ১০৮ রানে থেমেছে সাকিবের দল।
হারলেও অবশ্য ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য পাবেন সাকিবরা। এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াহস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে সাকিবের দল।