সাফের রানার্সআপ বাংলাদেশ
অনুর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ নারী দল। পাঁচ দলের আসরে শিরোপা জিতেছে রাশিয়া। রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে চার ম্যাচের সবকটিতে জিতে পুরো ১২ পয়েন্ট পায় রাশিয়ার মেয়েরা। সেখানে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। ভালো খেলেও প্রথমে পিছিয়ে পড়া বাংলাদেশ সাগরিকার গোলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। তাতে কপাল পোড়ে বাংলার মেয়েদের। বন্ধ হয়ে যায় শিরোপা জয়ের পথ।
দিনের আরেক ম্যাচে ভারতের মুখোমুখি হয় রাশিয়া। নামার আগেই নিশ্চিত হয়ে যায় শিরোপা পাচ্ছে তারা। মাঠে নেমে চ্যাম্পিয়নের মতো খেলেই ভারতকে ২-০ গোলে হারায় রাশিয়া। রাশিয়ার ১২ পয়েন্টের বিপরীতে ৪ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ হারে রানার্সআপ বাংলাদেশ সংগ্রহ করে ৭ পয়েন্ট। টুর্নামেন্টে তৃতীয় হওয়া ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট, নেপালের ৪। চার ম্যাচের সবকটিতে হারা ভুটান কোনো পয়েন্ট পায়নি।
রাশিয়ার কাছে ৩-০ গোলের হার দিয়ে আসর শুরু করা বাংলাদেশের মেয়েরা ভারতের বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে পায় ন্যূনতম ব্যবধানের জয়। ভুটানের বিপক্ষে ৮-১ গোলের বিশাল জয় পাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে ১-১ গোলে।
চ্যাম্পিয়ন রাশিয়ার এলেনা গোলিক জিতেছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। এছাড়া, ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ভারতের শিলজি শাহজি। নেপালের সুজাতা থামাং পেয়েছেন আসরসেরা গোলরক্ষকের পুরস্কার।