সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে দ্বিতীয় পর্বে সুইজারল্যান্ড
হারলেই বিপদ। তবে বিপদ আর হতে দেয়নি সুইজারল্যান্ড। সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপের রানার্সআপ হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে তাঁরা। আগামী ৬ ডিসেম্বর রাত ১টায় পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।
শুক্রবার দিবাগত রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হয়েছিল সার্বিয়া-সুইজারল্যান্ড। দুদলই শুরু থেকে সমানে সমান লড়াই করছিল। প্রথমার্ধে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় তাঁরা। দ্বিতীয়ার্ধে রেমো ফ্রেউলার গোলে জয় পায় সুইজারল্যান্ড।
এ দিন ১৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন সুইস স্ট্রাইকার জেরদান শাকিরি। সার্বিয়ার দুজন ডিফেন্ডারের পায়ের ফাঁকা দিয়ে গোলে বল জড়িয়েছিলেন শাকিরি। তবে ২৬ মিনিটে সমতায় ফেরে সার্বিয়া। আলেকসান্ডার মিত্রোভিকের দারুণ হেড থেকে গোল পায় সার্বিয়া। ম্যাচে ফেরে ১-১ সমতা।
এবার ৩৪ মিনিটে লিড গোল পায় সার্বিয়া। সুইসদের দুর্বল রক্ষণের কারণে এ গোলটি দিতে পেরেছিলেন দুসান ভ্লাহোভিচ। ১-২ গোলে এগিয়ে যায় সার্বিয়া। তবে তখনও নাটকীয়তা জমিয়ে রেখেছিল সুইজারল্যান্ড।
৪৩ মিনিটে ম্যাচে সমতা আসে আবারও। সুইজারল্যান্ডের ডিফেন্ডার সিলভান উইডমারের দেওয়া ক্রস থেকে গোল করেন ব্রিল এমবোলো। ২-২ গোল নিয়ে শেষ হয় প্রথমার্ধ।
এবার আসল খেলা। ৪৭ মিনিটে সুইস স্ট্রাইকার রুবেন ভার্গাসের বানিয়ে দেওয়া বলে গোল করেন মিডফিল্ডার রেমো ফ্রেউলার। ৩-২ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। এরপরে ম্যাচে ফেরার চেষ্টা করে সার্বিয়া। তবে সমতায় না ফেরায় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের।
অপরদিকে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরেও ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফলে জয় পেয়েও বিদায় নিতে হয়েছে ক্যামেরুনকে। সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড হেরে গেলে দ্বিতীয় পর্বে যেতে পারতো ক্যামেরুন। তবে দিনশেষে তেমনটি ঘটেনি। আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।