সিরিজ জিততে বাংলাদেশের চাই ১২৯ রান
সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। জয়ের জন্য মরিয়া হয়ে থাকা নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু স্পোর্টিং উইকেটে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। সাইফউদ্দিন-মুস্তাফিজরা নাড়িয়ে দেন অতিথিদের টপ অর্ডার। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে শেষ দিকে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের জুটিতে বাংলাদেশকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।
আজ রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন হেনরি নিকোলস। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই কিউইদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের মতো আজও উইকেট ছিল স্পোর্টিং। নিউজিল্যান্ডের প্রথম ওভারটাও ছিল তেমনি উড়ন্ত। দুই বাউন্ডারি আর সিঙ্গেলে প্রথম ওভারে ১১ রান করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেও বাউন্ডারি হাঁকান অ্যালেন। তবে অ্যালেনকে আর এগিয়ে যেতে দিলেন না মুস্তাফিজ। দ্বিতীয় ওভারেই তাঁকে শিকার বানান কাটার-মাস্টার। ১০ বলে ১৫ রান করে ফেরেন করোনা কাটিয়ে দলে ফেরা অ্যালেন।
দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে রানের চাকা সচল ছিল নিউজিল্যান্ডের। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪০ রান তোলে অতিথিরা।
উইকেট হারানোর ধাক্কা সামলে কিউইরা যখন রান তুলছে তখনই এলোমেলো করে দেন সাইফউদ্দিন। নিজের প্রথম স্পেলে এসেই তুলে নেন জোড়া উইকেট। উইল ইয়ং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে এলবিডব্লিউ করেন তিনি।
সাইফের প্রথম ৩ বলে ছয় রান নেন ইয়ং। চতুর্থ বলটি ফ্লিক করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ ইয়ং। তাতে লাভ হয়নি। রিভিউ নষ্ট করে ২০ রানে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ২৭ বলে ভাঙে ৩০ রানের জুটি।
ইয়ংয়ে এক বল পর এলবিডব্লিউ হয়ে যান ডি গ্র্যান্ডহোম। তিনিও রিভিউ নেন। কিন্তু লাভ হয়নি। ওই রিভিউটিও নষ্ট হয়। শূন্য রানেই ফেরেন তিনি।
দশম ওভারে বল হাতে সাফল্য পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। রাচিন রবীন্দ্রকে বোল্ড করে নিজের প্রথম শিকার নেন শততম ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহ। পরের ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান মেহেদী হাসান। আগের ম্যাচে জয়ের আশা জাগিয়ে তোলা ল্যাথাম এবার করেন মাত্র ৫ রান।
দারুণ শুরুর আভাস দিয়ে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় নিউজিল্যান্ড। ধীরে ধীরে কমতে থাকে রানের গতিও। সেখান থেকে দলকে উদ্ধার করেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। ওপেনিংয়ে সাফল্য না পাওয়ায় সাত নম্বরে নামেন ব্লান্ডেল। এই পজিশনে হেনরির সঙ্গে দলের হাল ধরেন তিনি। এই জুটিতে ভর করেই ১২৮ রান করে নিউজিল্যান্ড। ইনিংস শেষে ৩৬ রানে অপরাজিত ছিলেন নিকোলস। তাঁর সঙ্গে ৩০ রানে অপরাজিত ছিলেন ব্লান্ডেল।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে নেন মেহেদী হাসান, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১২৮/৫ (অ্যালেন ১৫, রবীন্দ্র ২০, ইয়ং ২০, ডি গ্র্যান্ডহোম ০, ল্যাথাম ৫, নিকোলস ৩৬, ব্লান্ডেল ৩০; সাকিব ৪-০-২৪-০, মুস্তাফিজ ৪-০-২৯-১, মেহেদী ৪-০-২৭-১, সাইফউদ্দিন ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-১০-০, নাসুম ২-০-১০-০)।