সিরিজ জিতে শেষ ম্যাচে চোখ বাংলাদেশের
বল হাতে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান চমক দেখিয়েছেন। ব্যাট হাতে মোহাম্মদ নাঈম ও অধিনায়ক মাহমুদউল্লাহ দৃঢ়তা দেখান। তাই ছয় উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উল্লাস করে বাংলাদেশ।
তবে সিরিজ নিশ্চিত হওয়ার পর অধিনায়কের নজর এবার শেষ টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও জয় চায় বাংলাদেশ। আজ বুধবার চতুর্থ টি-টোয়েন্টি শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘এই সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট এবং ছেলেদের। আমাদের সামনে আরও একটি সুযোগ আছে। আশা করি, আমরা একসঙ্গে ঘুরে দাঁড়াব। শেষ ম্যাচটি জেতার চেষ্টা করব।’
পুরো সিরিজ জুড়ে দারুণ খেলেছেন বোলাররা। কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচেও ব্যতিক্রম হয়নি। দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ম্যাত্র ৯৩ রানে আটকে রেখেছেন বাংলাদেশি বোলাররা। ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসায় ভাসালেন বাংলাদেশ অধিনায়ক।
মাহমুদউল্লাহ বলেন, ‘নিউজিল্যান্ডকে অল্প রানের মধ্যে আটকে রাখতে আমাদের বোলাররা দুর্দান্ত ভূমিকা রেখেছেন। নাসুম, মেহেদী, মুস্তাফিজ দারুণ বল করেছে। ব্যাটসম্যানরাও চেষ্টা করেছে। আমি ও নাঈম চেষ্টা করেছি। এরপর আফিফ ভালো করেছে। তাই দলকে লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।’
আজ বুধবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতল মাহমুদউল্লাহর দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৯৩ রান গড়ে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ইয়ং উইল। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদউল্লাহ। জয় তুলে নিলেও ৯৪ রান তুলতে ১৯.১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে।