সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লক্ষ্য সিরিজ নিজেদের করে নেওয়ার। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার সফরকারীদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় যথারীতি দুপুর ১টায়।
আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৩৩ রানে অতিথিদের হারিয়েছে বাংলাদেশ। ওই জয়ের মাধ্যমে সুপার লিগের পয়েন্ট তালিকায় দারুণ উন্নতি হয়েছে লাল-সবুজের দলের। সুপার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠেছে বাংলাদেশ। সাত ম্যাচে খেলে ৪০ পয়েন্ট পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা।
আজকের ম্যাচ জিতলেই, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে যাবে তামিম ইকবালের দল। এই মুহূর্তে সুপার লিগের সেরা তিনে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তিন দলের রয়েছে সমান ৪০ পয়েন্ট করে।
শুধু সুপার লিগে উন্নতি নয়, আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে আরেকটি সাফল্য পাবে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজে কখনোই লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই আজ জিতলে এটাই হবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপক্ষীয় সিরিজ। নয়টি সিরিজে কেবল ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করে বাংলাদেশ। বাকি সবগুলোতে জিতেছে লঙ্কানরা। দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে ২৮ বার লঙ্কানদের মুখোমুখি হয়ে টানা একাধিকবার শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ পূরণ করার সুযোগ বাংলাদেশের সামনে। এবার নিজেদের লক্ষ্যে বাংলাদেশ সফল হয় কি না সেটাও দেখার।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনাক), দানুস্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বানদারা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জায়া, নিরোশান ডিকওয়েলা, দুশমান্থা চামিরা, রামেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সানদাকান, চামিকা কারুনারাত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।