সিরিজ জয়ের স্বস্তি নিয়ে চট্টগ্রামে সাকিবরা
এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ঢাকায় প্রথম পর্ব শেষে টাইগারদের এবারের গন্তব্য চট্টগ্রাম। সিরিজ জয়ের স্বস্তি নিয়ে বন্দর নগরীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই শুরু হবে সাদা পোশাকের লড়াই। সমান একটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে দুদলই আজ শনিবার চট্টগ্রামে উড়াল দিয়েছে। আজ দুপুরে বিশেষ বিমানে চড়ে চট্টগ্রামে যান ক্রিকেটাররা।
মূল লড়াইয়ের আগে আগামীকাল রোববার অনুশীলন করবেন দুই দলের ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ শেষে এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।
এর আগে গতকাল শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্য, তামিম ইকবালের হাফসেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের বল হাতের সাফল্যে এই দারুণ জয় পায় বাংলাদেশ।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের বেহাল দশা সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা যায়। বাংলাদেশি স্পিনারদের দাপটে অল্প রানেই গুটিয়ে গেছে তারা। সাকিব-মিরাজের আক্রমণে ১৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। এরপর জবাব দিতে নেমে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। বল হাতে দুই উইকেট নেওয়া সাকিব অনেকদিন পর ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়িয়েছেন। তিনি ৫০ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ঢাকায় প্রথম পর্ব শেষে এবার চট্টগ্রামে আলো ছড়ানোর অপেক্ষায় লাল-সবুজের দল।