সিরিজ শুরুর আগে তামিম-সাকিবের ব্যাটে রান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে রানের দেখা পেলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শনিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অংশ নেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। হাফসেঞ্চুরি করেছেন তামিম ও সাকিব।
তামিম ইকবাল ৮০ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। তিনি ৮০ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় এই ইনিংসটি খেলেন। প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ একাদশ ২২৩ রান করে। জবাবে তামিম একাদশ দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
প্রথম প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৫১ রান করা মাহমুদউল্লাহ এ ম্যাচে খেলেননি। দলকে নেতৃত্বে দিয়েছিলেন মেহেদী মিরাজ।
মাহমুদউল্লাহ একাদশের হয়ে ৮২ বলে ৫২ রান করেন সাকিব। তাঁর ইনিংসে একটি করে চার-ছক্কার মার ছিল। অনেকদিন পর রানের দেখা পান সাকিব।
হাফসেঞ্চুরির দেখা পান নাঈম শেখও। তিনি ৫০ রান করেন। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৩১, মুশফিকুর রহিম ২৫ ও ইয়াসির আলী ২৪ রান করেন।
তামিম একাদশের সাইফউদ্দিন ও মেহেদী হাসান দুটি করে এবং মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ একটি করে উইকেট নেন।
৮০ রান করে স্বেচ্ছায় অবসর নেন তামিম। ৪৮ রান করেন লিটন দাস। নাজমুল হোসেন শান্ত ৫১ বলে ৬৭ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
ইনজুরি থেকে ফিরে পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
মাহমুদউল্লাহ একাদশ : ২২৩/৭, ৪৫ ওভার (সাকিব ৫২, নাঈম শেখ ৫০, সৈকত ৩১, মুশফিক ২৫, মেহেদী হাসান ২/৩১, সাইফউদ্দিন ২/৬২)।
তামিম একাদশ : ২২৪/২, ৩৫.২ (তামিম ৮০*, শান্ত ৬১, লিটন ৪৮, হাসান ১/৩১, তাসকিন ১/৪৫)।
ফল : তামিম একাদশ আট উইকেটে জয়ী।