‘সি’ ক্যাটাগরিতে রাখায় পিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ালেন হাফিজ
সীমিত ফরম্যাটে পাকিস্তান ক্রিকেটের অন্যতম একজন মোহাম্মদ হাফিজ। টি-টোয়েন্টিতে এখনও বেশ ছন্দে তিনি। অথচ সেই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এমন কাজ পছন্দ হয়নি হাফিজের। তাই বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়ালেন তিনি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ‘সি’ ক্যাটাগরির প্রস্তাব দেওয়া হলে ফিরিয়ে দেন হাফিজ। যদিও ২০১৯ সাল থেকে চুক্তির বাইরে ছিলেন হাফিজ। ম্যাচ ফি অনুযায়ী খেলে যাচ্ছিলেন এতদিন।
অন্যদিকে বোর্ডের চুক্তিতে চমক হিসেবে এসেছে ফাওয়াদ আলমের নাম। এক দশক পর টেস্টে ফিরে এবার চুক্তিতেও সুযোগ পেয়েছেন তিনি। তাঁকে অবশ্য ‘সি’ ক্যাটাগরিতেই রেখেছে পিসিবি।
উন্নতি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের। ‘এ’ ক্যাটাগরিতে উঠেছেন তিনি। সর্বোচ্চ এই কাটাগরিতে আরো আছেন অধিনায়ক বাবর আজম, সাবেক অধিনায়ক আজহার আলি ও শাহিন শাহ আফ্রিদি।
২০২০-২১ মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তি
‘এ’ ক্যাটাগরি : আজহার আলি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।
‘বি’ ক্যাটাগরি : আবিদ আলি, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, শাদাব খান, শান মাসুদ ও ইয়াসির শাহ।
‘সি’ ক্যাটাগরি : ফখর জামান, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, নাসিম শাহ ও উসমান শিনওয়ারি।
ইমার্জিং ক্যাটাগরি : হায়দার আলি, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।