মোহামেডানে খেলতে ঢাকায় পাকিস্তানের হাফিজ
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে খেলতে এসেছেন পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ। আজ মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেন তিনি। আগামীকাল বুধবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামতে পারেন এই পাকিস্তানি তারকা।
শিরোপা জয়ের আশায় এবার মোহামেডান শক্তিশালী দল গঠন করেছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজদের মতো শীর্ষ তারকাদের পাশপাশি কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার দলে ভিড়িয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা সফরের কারণে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমও নেই।
এখন ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম। জাতীয় দলের খেলোয়াড়দের অভাব মেটাতে পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজকে উড়িয়ে এনেছে তারা।
এদিকে ঢাকায় এসে মোহামেডানের সঙ্গে চুক্তি সেরে হাফিজ বলেন, ‘বায়ো বাবল না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি। অবশ্য এটা বড় কারণ ছিল না। এখানকার সংস্কৃতি আমার কাছে ভালোলাগার। ঐতিহ্যবাহী ক্লাবের অংশ হতে পেরে আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যতবারই বাংলাদেশে এসেছি, এই ক্লাবের কথা শুনেছি। এখানকার লিগ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।’
গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন হাফিজ। এখন ফ্র্যাঞ্চাইজি খেলা চালিয়ে যাবেন।
৫৫ টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯ টি–টোয়েন্টি ম্যাচ খেলেন হাফিজ। ২০০৩ সালে প্রথম টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। ২০১৯ বিশ্বকাপে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে খেলেন।