সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
শক্তির বিচারে অনেক এগিয়ে থেকেও সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে তেমন আধিপত্য দেখাতে পারেনি আর্জেন্টিনা। পেনাল্টি থেকে শুরুতে গোলের দেখা পেলেও প্রথমার্ধের বাকি সময় দেখিয়েছে শুধু অফসাইডের মহড়া। তাতে করে এগিয়ে থেকেও খুব একটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজ মঙ্গলবার ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। ম্যাচটির প্রথমার্ধে আরব দেশটির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে লিওনেল স্কালোনির দল।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু অফসাইড আর সৌদি আরবের রক্ষণ ভুগিয়েছে তাদের। বিরতির আগ পর্যন্ত ৬৪ ভাগ সময় বল দখলে রেখে ৫বার আক্রমণ করে আর্জেন্টিনা। যার দুটি ছিল অনটার্গেট শট। অন্যদিকে রক্ষণে জোর দেওয়া সৌদি আরব প্রথমার্ধে একবারও আক্রমণে যেতে পারেনি।
তবে শক্তিশালী আর্জেন্টিনাকে দারুণ রক্ষণ দিয়ে ছাড় দেয়নি সৌদি আরব। কিন্তু শুরুর দিকে ফাউল করে খেসারত দিতে হয় তাদের।
এদিন ম্যাচের দশম মিনিটেই সৌদি আরবের ফাউলের সুবাদে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে সফল স্পট কিকে আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি। কাতার বিশ্বকাপে গোলের খাতা খোলা মেসির এটাই সৌদি আরবের বিপক্ষে প্রথম গোল।
২২তম মিনিটে আবারও স্কোরবোর্ডে নাম লেখান মেসি। কিন্তু অফসাইডে বাতিল হয়। একইভাবে অফসাইডে পড়ে মার্টিনেসের দুই গোলও বাতিল হয়। প্রথমটি ভিআরএ দেখে বাতিল দেন রেফারি। পরেরটিতে সঙ্গে সঙ্গে ওঠে অফসাইডের ইঙ্গিত।
গোলের জন্য ছটফট করতে থাকা আর্জেন্টিনা প্রথমার্ধের শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে মেসিদের।
পরিসংখ্যান ও শক্তির বিচারে এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট আর্জেন্টিনা। তা ছাড়া এই মুহূর্তে দারুণ ছন্দে আছে দলটি। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আজ অভিযান শুরু করেছেন লিওনেল স্কালোনির দল। আজকের ম্যাচে অপরাজিত থাকলেই ইতালির সঙ্গে যৌথ ভাবে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড এর অংশিদার হবে লাতিন আমেরিকার দলটি।
দুলের পরিসংখ্যান বলছে—আর্জেন্টিনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। সৌদি আরবের সেরা সাফল্য হচ্ছে শেষ ষোলোতে খেলা। ১৯৯৪ বিশ্বকাপে তারা নকআউটে খেলেছিল। তার পর চারবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। র্যাঙ্কিংয়েও তারা আর্জেন্টিনার চেয়ে ৪৮ ধাপ পিছিয়ে। তবে সব পরিসংখ্যান পেছনে আজ মাঠের লড়াইকে কে সফল হয় সেটাই দেখার অপেক্ষা!