সৌদি আরব নিয়ে মেসির নতুন পোস্টে জল্পনা তুঙ্গে
পিএসজির সঙ্গে এ মৌসুমেই চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। চুক্তির মেয়াদ শেষ দিকে হলেও এখনও চুক্তি নবায়ন নিয়ে কিছুই জানাননি মেসি। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরবেন নাকি নতুন কোনো ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর এমন মুহূর্তে আর্জেন্টাইন তারকার সৌদি আরবকে নিয়ে পোস্টে জল্পনা আরও বাড়ল।
পিএসজির সঙ্গে এখনও নতুন চুক্তি সই না হওয়ায় মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সম্ভাব্য নতুন গন্তব্য নিয়েও জল্পনা বাড়ছে। এরই মধ্যে পুরনো ক্লাব বার্সেলোনা ছাড়াও নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবের নামও। ঠিক এমন সময়ে সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট রহস্য বাড়ালো।
দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে গতকাল শনিবার (২৯ এপ্রিল) রাতে পোস্ট দেওয়া হয়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজে। গাছগাছালির একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সৌদিতে এত সবুজ কে ভেবেছিল? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি।’ সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ভিজিট সৌদি আরব। অর্থাৎ সৌদি ভ্রমণ করুন।
মেসির এমন পোস্টের পর ভক্তদের মধ্যে শোরগোল পড়েছে। তাহলে কি আর্জেন্টিনা অধিনায়কও সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন? আবারও কি দেখা যাবে দুই বিশ্বসেরা ফুটবলারের প্রতিদ্বন্দ্বীতা। অবশ্য মেসির সৌদি যাওয়ার গুঞ্জন হিসেবে এই পোস্টকে শক্তভাবে দাঁড় করানো যায় না। তিনি সৌদি আরবের পর্যটনের দূত। সেই দায়িত্ব থেকেও এই পোস্ট দিয়ে থাকতে পারেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।