স্ত্রী শিশিরকে নিয়ে বিজ্ঞাপনে জুটি বাঁধলেন সাকিব আল হাসান
সাকিব আল হাসানের কি বিশ্রাম প্রয়োজন হয় না—এমন প্রশ্ন মনে আসতেই পারে। সাম্প্রতিক সময়ে ব্যস্ত সাকিবকেই যে নজরে পড়ে বেশি। আইপিএল ইস্যুতে গত কয়েকদিন ধরে আলোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার। শেষশেষ এনওসি ইসুতে আইপিএলকে না বলে দিয়েছেন সাকিব। তবে আইপিএলে না খেললেও কমেনি সাকিবের ব্যস্ততা।
মাঠের ক্রিকেট, ব্যক্তিগত কাজ কিংবা প্রচারণা কার্যক্রম সমান তালে চালিয়ে যাচ্ছেন সাকিব। নিয়মিত সাকিবকে নানা বিজ্ঞাপনে দেখা গেলেও তার স্ত্রী উম্মে শিশির আল হাসানকে সচরাচর দেখা যায় না। তবে এবার সাকিবের সঙ্গে একটি মোটরবাইক প্রতিষ্ঠানের প্রচারণায় দেখা গেল শিশিরকে।
একটি কোম্পানির বিজ্ঞাপনে তার সঙ্গে মডেল হয়েছেন স্ত্রী শিশির। গতকাল সোমবার (৩ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে দেখা যায়, ইয়ামাহা এফজেডএস-এর ভার্সন থ্রি ডিলাক্স এডিশনের বিজ্ঞাপন করছেন তিনি। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন এই এডিশনটি উদ্বোধন করতে উন্মুখ হয়ে আছি।
অবশ্য স্ত্রীর সঙ্গে এর আগে তিনি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। মাঝে দুজনকে একসঙ্গে অনেকদিন ছোটপর্দায় দেখা না গেলেও সেই সময়ের রেশ টেনেছেন তারা।