হতাশা কাটিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড
গেল মৌসুমের মতো চলতি মৌসুমও ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক ম্যাচে তিক্ততার স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে তাদের। গেল ম্যাচেও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হোঁচট খেয়েছে তারা। তবে টানা ব্যর্থতার হতাশা কাটিয়ে টটেনহ্যামের বিপক্ষে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে এরিগ টেন হাগের দল। দলের জয়ের ম্যাচে গোল করেছেন ফ্রেদ ও ফের্নান্দেস।
এদিনও ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রাখেন টেন হাগ। নামানো হয়নি বদলি খেলোয়াড় হিসেবেও। তবে রোনালদোকে ছাড়া খারাপ যায়নি ম্যানইউর। ম্যাচের ৪৭ মিনিটে দলকে লিড এনে দেন ফ্রেদ। এরপর ৬৯তম মিনিটে ফের্নান্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। তাতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের দল।
চলতি লিগে ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।