‘হারলে প্রশ্ন করেন, জিতলে তো করেন না’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্ট সিরিজের সব কটিতেই হেরেছে বাংলাদেশ। এই হারে সমালোচনার ঝড় উঠেছে। তবে যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে বলে মনে করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘প্রথম টেস্টে প্রথম চার দিন ভালো অবস্থানে ছিলাম, পঞ্চম দিন থেকেই আমাদের খারাপ অবস্থা শুরু হয়। দ্বিতীয় টেস্টেও আমরা পারিনি। এখন কঠিন অবস্থা। এর আগেও এমন অবস্থা হয়েছিল। সাবাই মিলে এক সঙ্গে কাজ করে এই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে।’
বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘সবাই জেতার জন্য চিন্তা করে। যখন ঠিক হয় না, তখন এটার জন্য প্রশ্ন করেন। জিতে গেলে এই প্রশ্নগুলো করতেন না। কিন্তু তখনও কাজ ছিল প্রশ্নগুলো করা।’
দলের ব্যর্থতা নিয়ে সাকিব বলেন, ‘পরাজয় কাম্য নয়। তবে শুধু ক্রিকেটেই নয়, যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি, সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’
ওয়ানডে সিরিজে যতটা দাপট দেখিয়েছে বাংলাদেশ, টেস্টে তারচেয়ে বেশি হতাশ করেছেন তামিম-মুশফিকরা। চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টে ১৭ রানে হেরেছে স্বাগতিকরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দীর্ঘ নয় বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে স্বাগতিকরা। শেষবার হোয়াইটওয়াশ হয়েছে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১২ সালের নভেম্বরে এই ক্যারিবীয়দের কাছেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।