হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে
পাল্লেকেলেতে গতকাল থেকেই হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। আজ সোমবার সকালে পাঁচ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারছে না মুমিনুলরা। সকালে এক ঘণ্টার মধ্যেই লিটন দাস ও তাইজুল ইসলামের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২৭ রান। তারা উইকেট হারিয়েছে আটটি। ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ ( ৩৯) ও শরিফুল ইসলাম (০)।
এদিন কিছুটা আশা ছিল লিটন দাসকে নিয়ে। কিন্তু তিনি দিনের তৃতীয় ওভারেই এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। ৪৩৭ রানের জয়ের লক্ষ্যে গতকালই ১৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কোনো ব্যাটসম্যানই খুব একটা সুবিধা করতে পারেননি দ্বিতীয় ইনিংসে। সর্বোচ্চ সংগ্রহ মুশফিকুর রহিমের। তিনি ৪০ রান করেন। এ ছাড়া সাইফ ৩৪, মুমিনুল ৩২, শান্ত ২৬ ও তামিম ২৪ রান করে সাজঘরে ফিরেন।
অবশ্য টেস্ট ইতিহাসে ৪৩৭ বা তার চেয়ে বেশি রানের লক্ষ্য কখনোই স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। তাই পাল্লেকেলেতে লক্ষ্য টপকাতে পারলেই রেকর্ড গড়বে বাংলাদেশ।
টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের কোনো নজির নেই। বাংলাদেশ তো কখনও ২১৫ রানের বেশি তাড়া করেও জিততে পারেনি। দেশের বাইরে চতুর্থ ইনিংসে তাদের ২৮২ রানের বেশি নেই।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে ২৫১ রানে অলআউট হয়েছিল। স্বাগতিকরা প্রথম ইনিংসে ৪৯৩ রান করেছিল। তারা দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান করে। তাই বাংলাদশকে ৪৩৭ রানের লক্ষ্য দেয় তারা।