হোম কোয়ারেন্টিনে থাকছেন তামিমরা
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে গতকাল। আজ মঙ্গলবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিদেশ থেকে ফেরা ক্রিকেটারদের কোয়ারেন্টিন কেমন হবে সেটা নিয়ে অনিশ্চিয়তা ছিল। ধারণা করা হয়েছিল, দেশে করোনার প্রকোপ বাড়ায় ক্রিকেটারদের তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। অবশ্য সেটা আর হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হোম কোয়ারেন্টিনেই থাকছেন ক্রিকেটাররা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা পা রাখে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় চলে গেছেন সব ক্রিকেটার। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেন, ‘ক্রিকেটাররা যেহেতু সরাসরি জৈব-সুরক্ষা বলয় থেকে এসেছে, তাই ওদের বাসায় কোয়ারেন্টিনে থাকার অনুমতি দেওয়া হয়েছে। ওরা বাসায় তিন দিন কোয়ারেন্টিনে থাকবে।’
সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে ড্র হয়। দ্বিতীয়টিতে হেরেছে মুমিনুল হকের দল।
কদিন বাদেই আবার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই মাসের মাঝমাঝিতে আসার কথা লঙ্কান দলের। সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। এরই মধ্যে প্রাথমিক দলে থাকা কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করে দিয়েছেন।
আর টেস্ট সিরিজে খেলা ক্রিকেটাররা ৭ মে থেকে অনুশীলন শুরু করবেন। অনুশীলন চলবে ৯ মে পর্যন্ত। মাঝে ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা। এরপর ফের অনুশীলনে যোগ দেবেন। আগামী ২৩ মে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ ২৫ ও ২৭ মে। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।