১২ ক্রিকেটারকে বিসিসিআইয়ের সতর্কবার্তা, কারা আছেন তালিকায়?
কদিন আগের ঘটনা, অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলে রোহিত বলেছিলেন—ফ্র্যাঞ্চাইজিদের ওপরেই সব নির্ভর করছে, তারাই তো ক্রিকেটারদের মালিক! তার এমন মন্তব্যের পর ক্রিকেটারদের নিয়ে সতর্কবার্তা জারি করেছে বিসিসিআই।
গত কয়েক বছরে আইসিসি ইভেন্টগুলোতে তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই ভারতের। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতের শিরোপা খরা অব্যাহত। শুধু তাই নয় ঘরের মাঠেও ধীরে ধীরে কমছে ভারতের দাপট। আর এমন পরিস্থিতির কারণ হিসেবে খেলোয়াড়দের অতিরিক্ত ওয়ার্কলোডকে দায়ী করেছেন রোহিত।
রোহিতের মতে, একটা দল চ্যাম্পিয়ন হতে গেলে ব্যাটারদের পাশাপাশি বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি বোলারদের ওপর থেমে চাপ না কমান, তাহলে তাদের থেকে সেরাটা পাওয়া কঠিন। আর আমি মনে করি, আইপিএলে যদি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দেওয়া যায়, তাহলে তাদের ওপর থেকে চাপ কিছুটা কমবে।
আর রোহিতের কথা আমলে নিয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআই। তাই আসন্ন আইপিএলে ৭ দলের ১২ বোলারের খেলার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করা হয়েছে। যাতে তাদের সাবধানে ব্যবহার করা হয়। এর মানে কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এসব ক্রিকেটারদের খেলাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এই বিষয়ে আইপিএলের প্রত্যেকটি দলের ফিজিয়োদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিসিসিআই।
আইপিএলের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ। তাই এই দুই আসরে সম্পূর্ণ ফিট বোলারদের পেতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে চোটের কারণে ছিটকে যাওয়া পন্থ, জাসপ্রতি বুমরাহ ও শ্রেয়াস আইয়ারদের কবে পাওয়া যাবে, তা নিয়েও রয়েছে শঙ্কা।
যেসব বোলারকে নিয়ে সতর্ক থাকতে বলেছে বিসিসিআই, তারা হলেন:
১. মোহাম্মদ শামি (গুজরাট টাইটান্স)
২. মোহাম্মদ সিরাজ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৩. উমেষ যাদব (কলকাতা নাইট রাইডার্স)
৪. শারদুল ঠাকুর (কলকাতা নাইট রাইডার্স)
৫. দীপক চাহার (চেন্নাই সুপার কিংস)
৬. কুলদিপ যাদব (দিল্লি ক্যাপিটালস)
৭. অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালস)
৮. রবিচন্দ্রন অশ্বিন (রাজস্থান রয়্যালস)
৯.যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)
১০.ওয়াশিংটন সুন্দর (সানরাইজার্স হায়দ্রাবাদ)
১১.ভুবেনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দ্রাবাদ)
১২.উমরান মালিক (সানরাইজার্স হায়দ্রাবাদ)