র্যাংকিংয়ে ক্যারিয়ার-সেরা উন্নতি সাকিবের
ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ হেরেছে ঠিক, কিন্তু প্রথম ইংনিসে ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল খুবই নজরকাড়া। বিশেষ করে সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বেশ প্রশংসা কুড়িয়েছেন। অবশ্য এর প্রতিফলন ঘটেছে তাঁর র্যাংকিংয়েও।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্যারিয়ার-সেরা উন্নতি হয়েছে সাকিবের। ওয়েলিংটনে ২১৭ রানের অসাধারণ ইনিংসটি খেলে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট র্যাংকিংয়ে সবার ওপরে আছেন তামিম ইকবাল। দুই ধাপ এগিয়ে তিনি এখন আছেন ২০ নম্বরে। এ ছাড়া মুমিনুল হক ২৮ ও মুশফিকুর রহিম ৩৫তম স্থানে রয়েছেন।
অবশ্য টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব আছেন দ্বিতীয় স্থানে, ৪৩৬ রেটিং পয়েন্ট নিয়ে। এই বিভাগে শীর্ষে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে। একসময় অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিন বিভাগের সেরা ছিলেন সাকিব।