রেকর্ড গড়েছে জুভেন্টাসও!
এক মৌসুমে তিনটি প্রধান শিরোপা বা ট্রেবল জয়ের কৃতিত্ব আছে মাত্র ছয়টি ক্লাবের। বার্সেলোনা সেই বিরল কৃতিত্ব দুবার অর্জন করে গড়েছে ইতিহাস। ফাইনালে যাদের হারিয়ে তারা ইউরোপের প্রথম ক্লাব হিসেবে দুটি ট্রেবল জিতেছে, সেই জুভেন্টাসও কিন্তু গড়েছে নতুন এক রেকর্ড।
এবারের আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাঁচবার উঠেও শিরোপা জিততে না পারার হতাশায় ভুগতে হয়েছে জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ ও বেনফিকাকে। কিন্তু এবার সবচেয়ে বেশি, ষষ্ঠবারের মতো ফাইনালে হারের নতুন রেকর্ড গড়েছে জুভেন্টাস। এর আগে ১৯৭৩, ১৯৮৩, ১৯৯৭, ১৯৯৮ ও ২০০৩ সালের ফাইনালেও হারের মুখ দেখতে হয়েছিল ইতালির সবচেয়ে সফল এই ক্লাবটিকে। হতাশাজনক এই রেকর্ড গড়লেও কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি হতাশ নন; বরং শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন এই ইতালিয়ান কোচ। বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা অনেক আত্মমর্যাদা, আত্মবিশ্বাস নিয়ে এই ফাইনাল পর্যন্ত এসেছিলাম। আমরা কী করতে পারি, সেটাও আমরা দেখিয়েছি। আমার দলের পারফরম্যান্স নিয়ে আমি হতাশ নই।’
এবারের মৌসুমে জুভেন্টাসের সামনেও ছিল ট্রেবল জয়ের হাতছানি। কিন্তু ইতালিয়ান লিগ ও কাপ শিরোপা জিতলেও শেষ হাসি হাসতে পারেনি চ্যাম্পিয়নস লিগে। ছয়বার ফাইনালে হারার রেকর্ড গড়া জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের শিরোপাও অবশ্য জিতেছে দুবার, ১৯৮৫ ও ১৯৯৬ সালে।