বাংলাদেশকে নিয়ে সতর্ক কোহলি
ওয়ানডেতে নিয়মিত দেখা হলেও টেস্ট ক্রিকেটে বহু দিন মুখোমুখি হয় না বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটে দুই প্রতিবেশীর সর্বশেষ লড়াই হয়েছিল ২০১০ সালের জানুয়ারিতে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেদিনের সঙ্গে আজকের বাংলাদেশ দলের বিস্তর ফারাক। বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দারুণ খেলা বাংলাদেশ সম্পর্কে বিরাট কোহলির কণ্ঠে সমীহ আর সতর্কতা। বুধবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে জয় পাওয়া সহজ হবে না বলেই মনে করছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘মাত্র কয়েক দিন আগে ঘরের মাঠে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। দলটা বেশ উন্নতি করেছে। এমন দলকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। জয়ের লক্ষ্যে মাঠে নামলেও আমাদের জন্য কাজটা সহজ হবে না।’
সাফল্যের জন্য ভালো সূচনা জরুরি বলে মনে করেন ভারতের এই সময়ের সেরা ব্যাটসম্যান, ‘যেকোনো ম্যাচে ভালো ফল পেতে হলে শুরুটা ভালো করা খুব জরুরি। আমরা অবশ্য শুরুর মতো শেষটাও ভালো করতে চাই। দলের সব খেলোয়াড় সামর্থ্যের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।’
শুধু নিজের দল নিয়ে নয়, প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়েও ভাবতে হচ্ছে কোহলিকে, ‘একটা ম্যাচ খেলতে নামার আগে প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হয়। তামিম ইকবাল, মুমিনুল হক, সাকিব আল হাসান প্রত্যেকেই ভালো ক্রিকেটার। তাদের মোকাবিলার জন্য আমাদের আলাদা পরিকল্পনা তো থাকবেই। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।’
ফতুল্লার উইকেট নিয়ে বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা বেশ চিন্তিত। তবে এই মাঠে অনেক রান হবে বলেই কোহলির বিশ্বাস, “মাঠে এসেই আমি উইকেট দেখেছি। আমার কাছে মনে হয়েছে ‘নাইস অ্যান্ড হার্ড’ উইকেট। এই উইকেটে বড় সংগ্রহ হতে পারে। আমরা ভেবে-চিন্তে একাদশ সাজাব। ম্যাচের আগের দিন একাদশ জানিয়ে দেওয়া ঠিক হবে না।’
কোহলি যেমন অধিনায়ক, তেমনি ‘টিম ইন্ডিয়া’র অন্যতম ব্যাটিং-স্তম্ভও। বাংলাদেশ সফরে একমাত্র টেস্টে ব্যক্তিগত পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে কোহলির জবাব, ‘আগে শুধু নিজের খেলা নিয়ে ভাবতাম। এখন নতুন দায়িত্ব কাঁধে এসেছে। এখন নিজের পাশাপাশি দল নিয়েও ভাবতে হচ্ছে। তারপরও ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে ভালো ব্যাটিং করার।’
সংবাদ সম্মেলনে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার আলাদা করে প্রশংসা করলেন কোহলি, ‘মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসরের পর সুযোগ পেয়েছে ঋদ্ধিমান। সে খুবই ভালো ক্রিকেটার। আগামী চার/পাঁচ বছর সে অনায়াসে ভারতীয় দলে খেলতে পারবে।’