নেইমারের লাল কার্ডে আবারও হোঁচট বার্সেলোনার
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ ছিল বার্সেলোনার সামনে। আগের ম্যাচেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নিচের সারির দল মালাগার বিপক্ষে জিততে পারলেই সবার ওপরে দেখা যেত কাতালানদের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা। মালাগার বিপক্ষে হেরে গেছে ২-০ গোলে।
২০০৩ সালের পর মালাগার মাঠে খেলতে গিয়ে একবারও হারের মুখ দেখতে হয়নি বার্সেলোনাকে। এবারও তাদের সহজ জয়ই প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিদের।
অপ্রত্যাশিত এই হারের পেছনে ভূমিকা আছে নেইমারের লাল কার্ডের। ৬৫ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলিয়ান এই তারকাকে। ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়ে আর খেলায় ফিরতে পারেনি লুইস এনরিকের দল।
নেইমার লাল কার্ড দেখার আগেই অবশ্য ১-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় মালাগাকে এগিয়ে দিয়েছিলেন বার্সেলোনার সাবেক ফুটবলার সান্দ্রো রামিরেস। মালাগা প্রথমার্ধ শেষ করেছিল এই ১-০ গোলে এগিয়ে থেকে। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে বার্সার জালে দ্বিতীয়বারের মতো বল জড়িয়েছেন মালাগার স্প্যানিশ মিডফিল্ডার জনি।
লা লিগায় নিজেদের ৩০ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর ৩১ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৬২ পয়েন্ট।