মা হতে চলেছেন সেরেনা উইলিয়ামস
মা হতে যাচ্ছেন বিশ্ব টেনিসের মুকুটবিহীন সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস। আগামী শরতে পৃথিবীর মুখ দেখবে সেরেনার সন্তান। কয়েকদিন আগে স্ন্যাপচ্যাটে গর্ভধারণের বিষয়টি জানান সেরেনা। তবে এই বিষয়ে বেশ ধোঁয়াশা ছিল। এরপর সেরেনার খুব কাছের একজন এই তারকা টেনিস খেলোয়াড়ের মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একটি স্ন্যাপচ্যাটে নিজের একটি ছবিতে সেরেনা লিখেছিলেন, ‘২০ সপ্তাহ’। ছবিতে মার্কিন টেনিস সেনসেশনের উদর বেশ খানিকটা স্ফিত দেখা যায়। তবে এরপর এ নিয়ে আর কোনো আলোচনা তোলেননি সেরেনা। তবে সেরেনার খুব কাছের এক বন্ধু গর্ভধারণের বিষয়টা নিশ্চিত করেছেন।
সোশ্যাল নিউজ অ্যাগ্রিগেশন ও ডিসকাশন ওয়েবসাইট রেডিট এর সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি ওহানিয়ানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ৩৫ বছর বয়সী মার্কিন টেনিস তারকা। গত ডিসেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। এরপর থেকেই এক সঙ্গে রয়েছেন দুজন।
গত জানুয়ারিতে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সপ্তম বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন সেরেনা। এটি সেরেনার ২৩তম সিঙ্গলস গ্র্যান্ড স্লামের খেতাব। অনাগত সন্তানের কারণে আগামী ফ্রেঞ্চ, উইম্বলডন ও ইউএস ওপেন খেলতে পারবেন না সেরেনা।