রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ
প্রথম রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে লিখেছিলেন প্রত্যাবর্তনের গল্প। দ্বিতীয় রাউন্ডে এসে গড়ে ফেললেন রেকর্ড। বলছি টেনিস বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী তারকা নোভাক জকোভিচের কথা। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রেকর্ড গড়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন এই সার্বিয়ান তারকা।
আজ বুধবার তৃতীয় রাউন্ডের ম্যাচে রড লেভার অ্যারেনায় পর্তুগালের জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন জকোভিচ। এই জয়ের পথে গ্র্যান্ড স্লামের মঞ্চে সবচেয়ে বেশি একক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।
গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের ৪৩০তম একক ম্যাচটি আজ খেলেছেন ২৪ বারের সেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জকোভিচ। এতদিন তারচেয়ে বেশি ছিল কেবল রজার ফেদেরারের। তিনি খেলেছিলেন ৪২৯টি একক ম্যাচ। জকোভিচ আজ টেনিস কোর্টে নেমে ছাড়িয়ে গেলেন সেই রেকর্ড। এ ছাড়া ৪০০–র বেশি ম্যাচ খেলেছেন শুধু সেরেনা উইলিয়ামস (৪২৩)।
তৃতীয় রাউন্ডে উঠেছেন কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কার্লোস আলকারাজও। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে গুঁড়িয়ে দিয়ে ৬-০, ৬-১, ৬-৪ গেমে জিতেছে টেনিসের ভবিষ্যৎ।