অফস্পিনার পরিচয় নিয়ে নাসিরের রঙ্গ
‘এই মুহূর্তে বাংলাদেশ দলের সেরা অফস্পিনার নাসির হোসেন।’ দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নাসির নিজে অবশ্য তা মনে করছেন না। তাঁর ধারণা, দলে আর কোনো অফস্পিনার না থাকায় তাঁকেই এ ক্ষেত্রে সেরা বলে মনে করছেন অধিনায়ক।
দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের দুটো মূল্যবান উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে ভালো অবদান রেখেছেন নাসির। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে অফস্পিনার পরিচয় সম্পর্কে প্রশ্ন রাখা হলে তিনি যেন কিছুটা ঠাট্টাই করলেন, ‘যে বনে বাঘ নেই, সেই বনে বিড়ালই বাঘ! আমাদের দলে আর কোনো অফস্পিনার না থাকায় আমাকে হয়তো সেরা ভাবা হচ্ছে। আসলে তা নয়। আমি নিজেও তা মনে করি না।’
তবে নাসিরের বিশ্বাস, আগের চেয়ে বেশি বল করার সুযোগ পাচ্ছেন বলেই সাফল্যও ধরা দিচ্ছে, ‘রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) খেললে আমি বল করার সুযোগ কম পাই। এই সিরিজে তিনি খেলছেন না। তাই আমি বল করার সুযোগ পাচ্ছি আর তাতে সাফল্যও আসছে। আমার অবশ্য সব সময়ই বল করার সুযোগ পেলে ভালো করার আত্মবিশ্বাস ছিল।’
সেজন্য অধিনায়ক মাশরাফির কাছে নাসির কৃতজ্ঞ, “মাশরাফি ভাই সব সময় আমাকে বলেন, ‘তুমি কিন্তু অকেশনাল বোলার নও। আমি তোমাকে দিয়ে দশ ওভার বল করাবো। তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে।’ তাঁর এই কথাই আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।”
ইদানীং ব্যাটিংয়ের সুযোগ কম পাচ্ছেন বলে কিছুটা আক্ষেপও রয়েছে নাসিরের মনে, ‘আমি মূলত ব্যাটিং অলরাউন্ডার। কিন্তু কিছুদিন ধরে ব্যাটিংয়ের সুযোগ কম পাচ্ছি। কখনো দেখা যাচ্ছে আমি নামার আগেই ম্যাচ শেষ। আবার কখনো মাঠে নামলেও বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পাচ্ছি না। সেজন্য কিছুটা আক্ষেপ থাকলেও দল জিতলে সব দুঃখ দূর হয়ে যায়।’