মুস্তাফিজের প্রশংসায় সৌরভ, গাভাস্কার
‘দারুণ খেলছে বাংলাদেশ। ভালো খেলার জন্য সবার আগে অবশ্যই কৃতিত্ব দিতে হবে তাদের। বিশেষ করে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়েছে। বাংলাদেশের ১৯ বছরের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের স্লো-কাটারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো উত্তর ছিলো না।’
চলতি ক্রিকেট সিরিজে বাংলাদেশের সাম্প্রতিক নজরকাড়া নৈপুণ্যের এভাবেই প্রশংসা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার। বাংলাদেশের কাছে পরপর দুটি ম্যাচে হেরে যাওয়া লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
গাভাস্কার আরো বলেন, ‘একদিনের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারার পর অধিনায়ক হিসেবে ধোনি দায়িত্ব ছাড়ার কথা বলেছে। এই সিদ্ধান্ত ওকেই নিতে হবে। কেউ ওর কৃতিত্বকে খাটো করতে পারবে না। এই মুহূর্তে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। ক্রিকেটে প্রায় সব সাফল্য ওঁর ঝুলিতে। তাই ধোনিকে প্রাপ্য সম্মান দিতেই হবে। আমি মনে করি, ক্যাপ্টেন্সি করা না করাটা ওর উপরেই ছেড়ে দেওয়া উচিত। জোর করে ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না।’
ধোনির সমর্থনে ভারতের এই কিংবদন্তি খেলোয়াড় আরও বলেন, ‘ধোনি নেতৃত্ব দিলে এখনও ভারতীয় দল অনেক কিছুই অর্জন করতে পারে। আমার বিশ্বাস, এখনও অনেক কিছুই দেওয়ার ক্ষমতা রয়েছে ধোনির।’
ধোনির পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জয়ের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। তিনি বলেন, ‘আবেগতাড়িত হয়ে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছে। এটা ঠিক নয়। দল হেরে গেলে অধিনায়কের উপর চাপ বাড়ে। তবে ধোনির সেই চাপ নেওয়ার অভ্যেস রয়েছে। বাংলাদেশের কাছে সিরিজ হারাটা ধোনিকে মানসিক আঘাত দিয়েছে। তবে এই হারের জন্য ধোনিকে খাটো করে দেখা ঠিক হবে না। একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে ওর রেকর্ড আকর্ষণীয়। সেই কৃতিত্বের জন্য ধোনিকে প্রাপ্য সম্মান দিতেই হবে।’
ভারতের ক্রিকেটে সফল অধিনায়কদের অন্যতম সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। সৌরভ বলেন, ‘বাংলাদেশ ভালো খেলেই জিতেছে।’ সেইসঙ্গে সৌরভ বলেন, ‘ভারতের এই বিপর্যয় সাময়িক বিপর্যয়।’
এদিকে বাংলাদেশের কাছে ভারতের হারের পর ভারতের প্রাক্তন আরেক ক্রিকেট অধিনায়ক বিষেন সিং বেদি বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় বিপক্ষ বোলারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়াটা মোটেই ধোনি সুলভ আচরণ নয়। এসবই মন ও শরীর অশান্ত হওয়ার লক্ষণ। তাই শরীর ও মনকে শান্ত করতে ধোনির এখন যোগ ব্যায়াম করা উচিত।’
বাংলাদেশের কাছে ভারতের এই হার লজ্জাজনক উল্লেখ করে বেদি আরও বলেন, ‘বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সিরিজের আগে খুবই ভালো প্রস্তুতি নিয়েছে। তারা পরিকল্পনামাফিক ক্রিকেট উপহার দিয়েছে। অপরদিকে বাংলাদেশ সফরকে হালকাভাবে নেওয়ার জন্য চরম খেসারত দিতে হল ভারতকে।’
তবে এই ব্যর্থতার জন্য ধোনির অধিনায়ক থেকে সরে যাওয়া উচিত বলে মনে করেন না ভারতের কিংবদন্তী স্পিনার বেদি। একই মত পোষণ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকারা। দিলীপ ভেঙ্কেটসকার, অজিত ওয়াদেকর, চেতন চৌহান, সৈয়দ কিরমানি, কিরন মোরের মতো প্রাক্তন ক্রিকেটারেরা মনে করেন, ভারতের স্বার্থেই একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ধোনির হাতেই থাকা উচিত।