অনাগত সন্তানকে সেরেনার চিঠি
সন্তানকে দেখার জন্য আর তর সইছে না সেরেনার। সোমবার সকালে অনাগত সন্তানের উদ্দেশে আবেগময় এক চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের এই তারকা। চিঠিতে সেরেনা বলেন, ‘আমার স্নেহের সন্তান, তুমি আমাকে শক্তি দিয়েছ, সেই সঙ্গে নির্মলতা ও প্রশান্তির সত্যিকারের অর্থ শিখিয়েছ তুমি। তোমার সঙ্গে দেখা করার জন্য ও আগামী বছর প্লেয়ার্স বক্সে একসঙ্গে বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তোমাকে সঙ্গে নিয়েই আমি বিশ্বের নম্বর ওয়ান হয়েছি, এখনো তাই আছি। বাবার (অ্যালেক্স অহানিয়েনের) জন্মদিনে বড় নম্বর ওয়ানের পক্ষ থেকে ছোট নম্বর ওয়ানের প্রতি রইল ভালোবাসা।’ -তোমার মা
এদিকে রোমানিয়ার সাবেক নম্বর ওয়ান টেনি তারকা ইলি নাস্তাসেকে নিয়ে আলোচনা শেষই হচ্ছে না। সেরেনা উইলিয়ামসের অনাগত সন্তানের বর্ণ নিয়ে আপত্তিজনক মন্তব্য করার ফেড কাপের ম্যাচে ব্রিটেনের তারকা জোহানা কন্তার উদ্দেশে অশোভন আচরণ করেন সাবেক এই টেনিস তারকা। এরপরই ফেড কাপ থেকে বহিষ্কার করা হয় তাঁকে।
সন্তানের বর্ণ প্রসঙ্গে অশোভন মন্তব্য করলেও এই ঘটনায় চুপ ছিলেন সেরেনা উইলিয়ামস। তবে এবার মুখ খুলেছেন এই টেনিস তারকা। ফেড কাপ থেকে নাস্তাসেকে বহিষ্কার করায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন সেরেনা।
নিজের ইনস্টাগ্রামে এক চিঠিতে রোমানিয়ার সাবেক তারকাকে ধুয়ে দিয়েছেন সেরেনা। সাবেক নম্বর ওয়ানের বিরুদ্ধে বর্তমান নম্বর ওয়ান বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, আমাদের সমাজে নাস্তাসির মতো বর্ণবিদ্বেষী মানুষ রয়েছে। যারা অনাগত সন্তান প্রসঙ্গেও যৌন নিপীড়নমূলক ও বর্ণবিদ্বেষী মন্তব্য করেন।’
নিজের চিঠিতে সমাজের এসব নিন্দুক মানুষদের বিপক্ষে লড়ে যাওয়ার ঘোষণাও দেন সেরেনা। তিনি বলেন, ‘এগুলো আমাকে দমাতে পারেনি, পারবেও না। আমি সারা জীবন এর বিরুদ্ধাচরণ করেছি, ভবিষ্যতেও করব।’
সম্প্রতিই নিজের অনাগত সন্তান সম্পর্কে ভ্ক্তদের জানিয়েছেন সেরেনা উইলিয়ামস। এর একদিন পরেই সেরেনার সন্তান সম্পর্কে নাস্তাসে মন্তব্য করেন, ‘দেখা যাক তাঁর সন্তানের গায়ের রং কী হয়। দুধ-চকোলেট?’ নাস্তাসের এমন মন্তব্যের পর সারা দুনিয়ায় এই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। দীর্ঘদিন ধরেই বাগদত্তা অ্যালেক্সিস ওহানিয়েনের সঙ্গে বসবাস করে আসছেন সেরেনা।