কোহলিকে আনুশকার সতর্কবার্তা!
একে তো জাতীয় দলের সতীর্থ, দ্বিতীয়ত দলের অধিনায়ক। সেই বিরাট কোহলিকে কিনা চ্যালেঞ্জ করে বসলেন রবীন্দ্র জাদেজা! না, তা মাঠের লড়াইয়ে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আমার মতো দাড়ি ছেঁটে দেখাতে পারবেন?’ ইনস্টাগ্রামে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে কোহলি লিখেছেন, ‘সরি বয়েজ, আমি এখনো দাড়ি ছেঁটে ফেলতে প্রস্তুত নই।’
এই পোস্টের নিচেই কোহলির বান্ধবী আনুশকা শর্মা কমেন্ট করেন। এই বলিউড অভিনেত্রী লেখেন, ‘তুমি এটা করতে পারো না।’
এদিকে জাদেজা তাঁর দাড়ি ছাড়া লুকের একটি ভিডিও টুইট করে বলেন, ‘চেঞ্জ দ্য গেম অন দ্য ফিল্ড! চেঞ্জ দ্য লুক ইন দ্য ড্রেসিং রুম!’
জাদেজার স্টাইল ফলো করতে হার্দিক পান্ডে দুদিন আগে দাড়ি ছেঁটে ফেলেছেন। ইনস্টাগ্রামে নিজের রূপান্তরের ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘জাড্ডু, এটা তোমার জন্য। এরপর ড্রেসিংরুমে আর কনফিউশন হবে না!’
তবে রোহিত শর্মা, হার্দিক পান্ডে, জাদেজাদের দলে নাম লেখালেন না বিরাট কোহলি! বান্ধবীর লাল চোখের সামনে চ্যালেঞ্জও নিতে পারলেন না তিনি।