এত ভালোবাসায় অভিভূত মুস্তাফিজের বাবা-মা
প্রথম দুই ম্যাচে মুস্তাফিজুর রহমানের ইতিহাসগড়া সাফল্য টেলিভিশনে দেখেছেন বাবা আবুল কাশেম ও মা মনোয়ারা বেগম। তরুণ বাঁ-হাতি পেসারের অবিস্মরণীয় সাফল্যে পুরো দেশের মানুষের মতো তাঁরাও দারুণ খুশি। তাই আর ঘরে বসে থাকতে পারলেন না। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দেখার জন্য সাতক্ষীরা থেকে উড়ে এলেন ঢাকায়। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে দেখেছেন ছেলের খেলা।
বুধবার সকালেই যশোর থেকে বিমানে করে ঢাকায় এসেছেন মুস্তাফিজের বাবা-মা। বিমানে ওঠার পর বাবা আবুল কাশেম কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তাই কিছুটা বিশ্রাম নিয়ে মাঠে আসতে বেজে যায় বিকেল সাড়ে ৫টা।
তাই ভারতের ওপেনার রোহিত শর্মাকে করা মুস্তাফিজের আউট দেখতে পারেননি। জীবনে প্রথমবার মাঠে এসে খেলা দেখছেন, তাও আবার নিজের ছেলের। বাবার কাছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, ‘মাঠে বসে প্রথমবার ছেলের খেলা দেখছি। খুব ভালো লাগছে। এটা বলে বোঝানো যাবে না।’
মানুষের এত উচ্ছ্বাস দেখে অভিভূত মুস্তাফিজের বাবা, ‘এত দিন গ্রামে বসে মানুষের আনন্দ দেখেছি, ভালোবাসা দেখেছি। স্টেডিয়ামে এসে দেখলাম কত মানুষ আমার ছেলেকে ভালোবাসে। এটা দেখে ভীষণ ভালো লাগছে।’
মুস্তাফিজের মা মনোয়ারা বেগম বললেন, ‘আমি বাবা ক্রিকেট খেলা বুঝি না। তবে ভেবে অবাক হচ্ছি আমার মুস্তাফিজকে এত মানুষ ভালোবাসে! এর চেয়ে বড় আনন্দ আমার কাছে আর কী হতে পারে! সবার ভালোবাসা আর দোয়ায় আমার ছেলে আরো বড় হবে এই কামনা করি।’
বড় ভাই মাহফুজুর রহমানও বাবা-মায়ের সঙ্গে এসেছেন মুস্তাফিজের খেলা দেখতে। তাঁর বিশ্বাস, মুস্তাফিজ একদিন দেশের সেরা বোলার হবেন, ‘ছোটবেলা থেকে মুস্তাফিজ কিছুটা শান্ত স্বভাবের। তবে তার মধ্যে ভালো করার প্রচণ্ড জেদ ছিল। এটাই তাকে সাফল্য এনে দিতে সাহায্য করেছে। আমার বিশ্বাস মুস্তাফিজ একদিন অনেক বড় বোলার হবে।’