ফাইনালের পথে এক পা জুভেন্টাসের
২০১৪-১৫ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখা যেতে পারে জুভেন্টাসকে। সেমিফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব মোনাকোকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে ফেলেছে ইতালির অন্যতম সেরা এই ক্লাব। ২-০ গোলের দারুণ এই জয়ও জুভেন্টাস পেয়েছে মোনাকোর মাঠে গিয়ে। ফলে দ্বিতীয় লেগের ম্যাচটা জুভেন্টাস খেলবে নিজেদেরই মাঠে। আর সেখানে তাদের হারানোটা যে বেশ কঠিনই হবে, তা নিঃসন্দেহেই বলা যায়।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে টানা সাতটি ম্যাচ গোলের দেখা পাননি গঞ্জালো হিগুয়েইন। তবে মোনাকোর বিপক্ষে এবারের সেমিফাইনালে সেই গোলখরা দারুণভাবেই কাটিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তিনিই করেছেন ম্যাচের দুটি গোল। দুটি গোলেরই নেপথ্য কারিগর ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে এবারই প্রথমবারের মতো দুবার গোলে সহায়তা করেছেন বার্সেলোনার সাবেক এই তারকা।
আলভেজের পাস থেকে বল পেয়ে হিগুয়েইন প্রথম গোলটি করেছিলেন ২৯ মিনিটের মাথায়। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন হিগুয়েইন। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ছয়টি ম্যাচ কোনো গোল হজম করতে হয়নি জুভেন্টাসকে। এটাও তাদের একটা নতুন ক্লাব রেকর্ড।
আগামী ৯ মে নিজেদের মাঠে মোনাকোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে জুভেন্টাস। এই ম্যাচে ১-০ ব্যবধানে হেরে গেলেও তারা পেয়ে যাবে ফাইনালের টিকেট। আর জিতলে বা ড্র করলে তো কোনো কথাই নেই।
গতকাল বুধবার চ্যাম্পিয়নস লিগের অপর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। তারাও অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ফাইনাল। ফলে ১৯৯৭-৯৮ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়নস লিগে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের ফাইনাল।