চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে কম বয়সী তালহা
সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ২০০৪ সালে। ঘরোয়া ২০১৪ সালের পর আর কোনো ম্যাচ খেলেননি তালহা জুবায়ের। ক্রিকেট থেকে এক রকম আড়ালে চলে যাওয়া এই ক্রিকেটারকে হঠাৎ মনে করিয়ে দিয়েছে আইসিসি। আইসিসি এক টুইটে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের রেকর্ড তালহা জুবায়েরের।
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই তালহার ওয়ানডে অভিষেক হয়েছিল। ২০০২ সালে সে আসরে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে খেলতে নেমে যে রেকর্ড গড়েন, তা এখনো ধরে রেখেছেন।
আর ২০০২ সালেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় তালহার মাত্র ১৬ বছর বয়সে। তাঁর শুরুটা বেশ চমক-জাগানিয়া। এর পর আর সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তাই সাত টেস্ট আর ছয় ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে যেতে হয়েছে তাঁকে।
সাত টেস্ট খেলে তালহা ১৪ উইকেট পান। আর ছয়টি ওয়ানডে খেলে ছয়টি উইকেট পান তালহা। অবশ্য টেস্টে ব্যাট হাতে তাঁর দারুণ একটি ইনিংস রয়েছে। ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন। সে ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ৮৩ রানে হেরেছিল।