‘চ্যাম্পিয়নস ট্রফিতেও সাফল্য এনে দেবেন মুস্তাফিজ’
গত দুই বছরের বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ। সে ধারাবাহিকতা ছিল সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও। নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা জিতে র্যাংকিংয়ে ছয়ে উঠে গেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতেও দলের সাফল্যে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান। তারুণ পেসার মুস্তাফিজুর রহমানের হাত ধরে এ সাফল্য আসতে পারে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ দলে এখন তরুণদের জয়জয়কার। অবশ্য এক মুস্তাফিজই বাংলাদেশের খেলার ধরনটাই পাল্টে দিয়েছেন বলে মনে করেন নাজমুল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা ঠিক, মুস্তাফিজ যখন ছিল না, তখনো আমরা ম্যাচ জিতেছি। সে আসার আগে আমরা স্পিননির্ভর ছিলাম। এই বাঁহাতি পেসার আসার পর বাংলাদেশের পেস বোলিংয়ে শক্তি অনেক বেড়েছে, যা আগে ছিল না। শুধু তাই নয়, এমন অনেক ম্যাচে সে একাই খেলাটা ঘুরিয়ে দিয়েছে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও মুস্তাফিজের হাত ধরে সাফল্য আসবে বলে আশাবাদী বিসিবি সভাপতি, ‘মুস্তাফিজের মতো বলার দলে থাকা মনে একটা দলের শক্তি অনেক বেড়ে যাওয়া। আমার বিশ্বাস, এই আসরেও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে সে। আর তাঁর হাত ধরে দলও সাফল্য পেতে পারে।’
আগামী ১ জুন শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ উদ্বোধনী দিনে মাঠে নামবে, প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে র্যাংকিংয়ে ছয়ে ওঠা বাংলাদেশ এই আসরে ফেভারিটদের কাতারে রয়েছে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লন্ডনে ওভালে ম্যাচটি হবে ৫ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।
কার্ডিফে বাংলাদেশের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ৯ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বে ভালো করলে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে।
আসরের দুটি সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুন। আর ফাইনাল হবে ১৮ জুন।